করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দ্বিতীয় দফায় সরকারঘোষিত আটদিনের বিধি-নিষেধের প্রথমদিনে নাটোরেরনলডাঙ্গায় সর্বত্র কঠোরভাবেই লকডাউন পালিত হচ্ছে। এইবিধি-নিষেধ সর্বাত্মকভাবে পালনে বাধ্য করতে উপজেলার প্রধানসড়ক ও মোড়ে মোড়ে টহল দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা।আবার লকডাউন অমান্য করে জুতা ও স্বর্ণেরদোকান খোলা রাখায় দুই ব্যবসায়ীর ৩ হাজার টাকা জরিমানাকরেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সড়কে কোনযানবাহন চলাচল করতে দেখা যায়নি,তবে দুই একটি রিকসা ভ্যানচলাচল করছে।ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান,আগের চেয়ে আজকের লকডাউন কঠোর ভাবে পালিত হচ্ছে।নলডাঙ্গা বাজারের লকডাউনের আইন অমান্য করে জুতা ও পাটুলে স্বণের দোকান খোলা রাখায় দুই ব্যবসায়ীর ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এরপরও কেউ এ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।