নিজস্ব প্রতিবেদক:
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নাটোরের সিংড়া, নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮ টা থেকে একযোগে এই তিনটি উপজেলার ভোট গ্রহণ শুরু হয়। শুরুর সময় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। এরপর বেলা ১১ টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুড়লেও ভোটার উপস্থিতি তেমন ভাবে চোখে পড়েনি। কেন্দ্রের বাহিরেও নেই তেমনকোন জনসমাগম। তবে দুপুরের পরে ভোটার উপস্থিতি অনেকটা বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রার্থীরা।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, বুধবার নাটোরের সিংড়া উপজেলা, নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে সিংড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এছাড়া নাটের সদর ও নলডাঙ্গা উপজেলায় সকল পদে নির্বাচন হবে। এই দুইটি উপজেলা পরিষদে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে তিনটি উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১৪ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাটোরের সিংড়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১৩৩ টি কেন্দ্রের ৮১০টি কক্ষে, নাটোর সদর উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১১৫টি কেন্দ্রের ৭১৩টি কক্ষে ও নলডাঙ্গা উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রের ৩২২টি কক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সিংড়া উপজেলায় মোট ৩১২৫৭০ জন, নাটোর সদরে ২৭২৩০২ জন ও নলডাঙ্গায় ১১৭১৫১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্র্রগুলোর নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।
কেন্দ্রে উপস্থিত ভোটাররা জানান, সুন্দর পরিবেশে তারা নিজেদেরে পছন্দের প্রর্থীকে ভোট দিয়েছেন। কোন প্রকার ঝামেলা নাই। ফাঁকা পরিবেশে ভোট দিতে পেরেছেন তারা। এছাড়াও প্রাকৃতিক আবহাওয়া বেশ ভালো রয়েছে। আইন শৃংখলা পরিস্থিতিও ভালো আছে।