নিজস্ব প্রতিবেদক:
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া এই দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে একযোগে এই দুইট উপজেলার ভোট গ্রহণ শুরু হয়। শুরুর সময় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। রির্টানিং কর্মকর্তা মাসুদুর রহমান জানান, আজ মঙ্গলবার নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে লালপুর উপজেলার মোট ভোটার ২৩৮৮৪৫ জন এবং বাগাতিপাড়া উপজেলার মোট ১১৫৯৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। লালপুর উপজেলায় ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। লালপুর উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৬৪০টি কেন্দ্রে এবং বাগাতিপাড় উপজেলার ১ টি পৌরসভা ও ৫ টি ইউনিয়নের ৩২৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।। কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।