নাটোর প্রতিনিধি
কন্যা সন্তানের পিতা হলেন নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি বাপ্পী লাহিড়ী। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ টার সময় শারদীয় শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে শুভক্ষণে শহরের মেটারনিটি হাসপাতালে কন্যা শিশু প্রসব করেন মিসেস সূচনা ধর লাহিড়ী। শিশুটি ও তার মাতা বর্তমানে সুস্থ রয়েছে।
বাপ্পী লাহিড়ী যায়যায় দিন,নিউজ পোর্টাল পরিবর্তন.কম ও ইনডিপেন্ডেন্ট টিভির নাটোর প্রতিনিধি এবং নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। বাপ্পী লাহিড়ী, তার মাতা মঞ্জরী লাহিড়ী ও মিসেস বাপ্পী লাহিড়ী নবজাতকের সুস্থ ও উজ্বল ভবিষ্যৎ কামনা করে সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন।