মান্না দে এর বিখ্যাত গান, “কফি হাউসের আড্ডাটা আজ আর নেই”। এই গান জানে না এমন কোনও বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। কফি হাউসের আড্ডা আর এই গান যেন একে অপরের প্রান।
এক রিকশা চালকের মুখে এই গান শুনে অবাক হতে হয়। ছেলেটি দিন ভর রাস্তায় টানা রিকশা চালায় । যা জোটে তা দিয়ে চলে যায় সংসার। কিন্তু সে হাসি মুখে তো বটেই রিকশা চালায় গান গাইতে গাইতে। তাঁর পছন্দের গায়ক মান্না দে। আর গান গাইলেই তাঁর সব কষ্ট দূর হয়ে যায়। ছেলেটির গানের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।