করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যে যশোরের মণিরামপুরে মাধ্যমিক স্তরের একটি মাদ্রাসার ২০ ছাত্রী বাল্য বিয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ষষ্ঠ শ্রেণির দুই জন, সপ্তম শ্রেণির চার জন, অষ্টম শ্রেণির ছয় জন, নবম ও দশম শ্রেণির চার জন করে শিক্ষার্থী রয়েছে।
গত ১০ মাসে মণিরামপুর উপজেলার পাড়িয়ালি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা এই শিক্ষার্থীরা বাল্য বিয়ের শিকার হয়।
প্রতিষ্ঠানটির সুপার আব্দুল হালিম মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, বাল্য বিয়ের খবর প্রশাসনকে দিয়ে তেমন কোনও ফল আসে না। তাই করোনার বন্ধে ছাত্রীদের বিয়ের ব্যাপারে টের পেলেও প্রশাসনকে খবরগুলো জানাননি তিনি।