ডেস্ক নিউজ
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার জন্য ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ টাকা বরাদ্দ দেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ তিনি বরাদ্দ দিয়েছেন। জেলা পর্যায় থেকে শুরু করে ওয়ার্ডের একেবারে প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে স্থানীয় প্রশাসনের তালিকার ভিত্তিতে এ ত্রাণ সহায়তা দেওয়া হবে।