নাটোরের গুরুদাসপুরে করোনায় সংক্রমন রোধে সরকারি নির্দেশনায় ক্ষুদ্র পরিসরে স্বল্প পুঁজিতে গড়ে উঠা নবগঠিত আমির হোসেন ব্যাগ কারখানাটি ৪০দিন যাবত বন্ধ রয়েছে। এভাবে আর বেশ কিছুদিন চলতে থাকবে প্রায় বন্ধ হয়ে যাওয়া ব্যাগ কারখানাটি একবারেই বন্ধ হয়ে যাবে। আর প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে এই পেশার সাথে নিয়োজিত ৫০জন শ্রমিক বেকারত্ব হয়ে যাবে। অসহায় হয়ে পড়বে তাদের পরিবার।
প্রতিষ্ঠানের মালিক খাইরুল কবীর বলেন,করোনায় সংক্রমন রোধে সরকারি নির্দেশনায় এই ব্যাগ কারখানাটি ৪০দিন যাবত বন্ধ রাখা হয়েছে। বন্ধ থাকার পরও কারখানায় নিয়োজিত সকল শ্রমিকদের মাসিক বেতন পরিশোধ করা হয়। তিনি নিজেই এখন অভাবের মধ্যে পড়ে গেছেন। তাই করোনা পরবর্তীতে তার এই কারখানার প্রতি দৃষ্টি রেখে আর্থিক অনুদানের ব্যবস্থা করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবী জানান।