নাটোর প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর রেল স্টেশন দিয়ে চলাচলকারী রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস এবং খুলনাগামী রকেট মেইল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর রেল স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী। তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ট্রেন দুটি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া আগামী ২৬তারিখ থেকে সকল ট্রেনের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ আগামী ২৬ মার্চ থেকে গোটা দেশ লকডাউন হলে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টেসনের প্লাটফর্মের সকল স্টল তুলে দিয়ে ফাঁকা করে দেওয়া হচ্ছে। ফাঁকা হয়ে আসছে স্টেশন এলাকা । এদিকে, করোনা প্রতিরোধে স্টেশনে কর্মরতদের মাঝে মাস্ক বিতরণ করেন স্টেশন মাষ্টার অশোক কুমার চক্রবর্তী।