নাটোরে পুলিশের কুইক রেসপন্স টিম এবং গণমাধ্যমকর্মীদের মাঝে পিপিই, হ্যান্ডস গ্লোভস ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসব সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, সহকারী পুলিশ সুপার ফাতেমা তুজ জোহরা সহ পুলিশের কর্মকর্তারা।
করোনা ভাইরাস প্রতিরোধে সবসময় পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীদের মাঠে থাকতে হচ্ছে। তাই নাটোরের সাতটি থানা ও বিভিন্ন ফাঁড়ির পুলিশ সদস্য ও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মাঝে ২৬৪ পিচ পিপিই, ১৫ শ হ্যান্ডস গ্লাভস একং ৪ শ মাস্ক বিতরণ করা হয়। পরে কুইক রেসপন্স টিম শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, করোনা ভাইরাস যেন সংক্রামিত না হতে পারে সেজন্য তারা মাঠে রয়েছেন। তিনি সকলের কাছে অনুরোধ করেন বিশেষ প্রয়োজন ছাড়া আপনারা কেউ অযথা বাড়ীর বাহিরে বের হবেন না। পুলিশ সদস্যরা সবসময় সাধারনের পাশে রয়েছে।