করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মানা সহ শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে নাটোরে শুরু হয়েছে অভিযান। অভিযানের প্রথম দিনে মাস্ক পরিধান না করায় নাটোর শহরে ২৭ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জেলার প্রতিটি উপজেলাতেও শুরু হয়েছে এই অভিযান। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই অভিযান।
নাটোর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুন জানান, জেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অভিযান।অভিযানে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান না করায় ২৭ জনকে দুই’শ টাকা করে মোট ৫ হাজার দুইশ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানান। অভিযানকালে নিম্নআয়ের মানুষদের মধ্যেও মাস্ক বিতরণ করে ভ্রাম্যমান আদালত। তবে শতভাগ মাস্ক নিশ্চিত না হওয়ায় পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। নাটোর জেলায় এখন পর্যন্ত মোট ১২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ১২ জন মারা গেছেন।