করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জেলার পুলিশ সদস্যদের মাঝে পুলিশ সুপারের সিভিট বিতরন। আজ শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জেলার ৭টি থানা ও সকল ফাড়ীর পুলিশ সদস্যদের জন্য ২৪ হাজার ভিটামিন সি (সিভিট) ট্যাবলেট বিতরন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় সেখানে জেলা পুলিশের উদ্ধোর্তন কর্মকর্তাবৃন্দ সহ সকল থানা ও ফাড়ীর ইনচার্জগন উপস্থিত ছিলেন।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, সারা বিশ্বেরর মানুষ এখন এই করোনা ভাইরাস মোতাবেলা করছেন। আমাদের দেশে করোনা মোকাবেলা করতে গিয়ে অনেক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। এরমধ্যে অধিকাংশ সদস্য করোনার সাথে যুদ্ধ করে সুস্থ্য হয়েছেন। কিছু সদস্য মৃত্যুবরন করে। দেশের জনগনকে বাঁচাতে পুলিশ সদস্যরা যেভাবে কাজ করছেন তা সর্বক্ষেত্রে প্রশংসা পেয়েছে। তাই আরো বেশি কাজ করতে ও সুস্থ্যভাবে দায়িত্বপালন করতে হবে তাদের। এ জন্য পুলিশ সদস্যদের সুস্থ্য রাখতে তাদের জন্য বিভিন্ন খাদ্য মামগ্র প্রদান করা হচ্ছে।