নাটোর প্রতিনিধি:
করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় এবং নিরাপদে থাকতে নাটোর জেলা পুলিশের সকল ইউনিটে অক্সিজেন সিলিন্ডার ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপর ১২ টার দিকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকতাসহ সকল ইউনিটের ইনচার্জদের হাতে এই সুরক্ষা সামগ্রীগুলো তুলে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় তিনি বলেন করোনা সংক্রমন থেকে জনগণকে নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ সদস্যরা প্রতিনিয়তই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং অনেকে প্রাণ হারাচ্ছে। তাই তাদেরকে সুরক্ষিত রাখতে অক্সিজেন সিলিন্ডার ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিধি মেনে সুরক্ষা সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, মীর আসাদুজ্জামান, মোঃ মহসীন সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ১০ টি অক্সিজেন সিলিন্ডার ও ১শ’ লিটার হান্ড স্যানিটাইজার। এ ছাড়াও স্থানীয় সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ীর হাতে হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।