ডেস্ক নিউজ
গাজীপুরে পোশাক কারখানায় করোনা সংক্রমণ মোকাবিলায় নেওয়া হয়েছে ‘পার্টিশন’ ব্যবস্থা। এতে ভেতরের কর্ম পরিবেশ আগের চেয়ে অনেকটাই নিরাপদ বলে মনে করছেন শ্রমিকরা। আর কর্তৃপক্ষ বলছেন, কোভিড পরিস্থিতিতে জীবন ও দেশর অর্থনৈতিক চাকা সচল রাখতেই এ উদ্যোগ তাদের।
এক একটি মেশিনের দুই পাশে দুটি প্লাস্টিকের পার্টিশন। প্রতিজন শ্রমিক ছয় ফিট দূরত্বে চালাচ্ছেন উৎপাদন কার্যক্রম। বৃহস্পতিবার (২২ এপ্রিল) কোনাবাড়ির একটি পোশাক কারখানায় ব্যতিক্রমী এমন দৃশ্য চোখে পড়ে।
এর আগে ভোর থেকে কয়েকটি ধাপে তাপমাত্রা মেপে, হাত ধুয়ে কর্মস্থলে যান তারা। যদিও শ্রমিকদের জন্য সরকার নির্দেশিত নিজস্ব পরিবহন ব্যবস্থা এখনো উপেক্ষিত।
স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেডের সিনিয়র এজিএম শাহানুর ইসলাম শাহীন বলেন, ফ্লোরে শ্রমিকদের সেপারেশন করার পর এখনো কেউ আক্রান্ত হয়নি।
এ অবস্থায় অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলোতে করোনা ঝুঁকি মোকামিলায় ‘পার্টিশন’ ব্যবস্থা চালু করা যেতে পারে বলে মন করছেন সংশ্লিষ্টরা।