নাটোর প্রতিনিধি:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার গ্রাম আমার শহর। অর্থাৎ গ্রামে যেমন নাগরিক সুবিধা যাবে তেমনি গ্রামে খেলাধুলার সুযোগ সুবিধাও যাবে। আমাদের এই কলম গ্রাম আদর্শ গ্রাম হিসেবে আমাদের ক্রিকেট একাডেমি তৈরী হল। এই গ্রাম থেকে গ্রামের ছেলে মেয়েরা জাতীয় পর্যায়ে কোচের মাধ্যমে তারা আধুনিক খেলায় পারদর্শী হতে পারে এবং ক্রিকেট জাতীয় টিমে খেলোয়ার হিসেবে অংশ গ্রহন করতে পারে সেজন্য এই উদ্দ্যোগ নেয়া হয়েছে। তিনি আশা করেন অল্প দিনের মধ্যে এই একাডেমি থেকে খেলোয়ার তৈরী হয়ে তারা জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে। তিনি আজ শুক্রবার বিকেলে সিংড়ার কলম ক্রিকেট একাডেমি উদ্বোধন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপ-কর কমিশনার গোলাম কিবরিয়া। এর আগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কলম ইউনিয়নের শীতার্ত ১২শ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেন।