নিজস্ব প্রতিবেদক
নিজের কাছে মোটর সাইকেলের কাগজ পত্র ও মাথায় হেলমেট না থাকায় জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার তাইজুল ইসলামকে মামলা দিয়েছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যার দিকে নাটোরের নলডাঙ্গায় এই ঘটনাটি ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেলে নলডাঙ্গা বাজারে চেকপোস্ট বসানো হয়। এসময় সেখানে যানবাহনের বৈধ কাগজ পত্র সহ চালক ও আরোহীর হেলমেট পড়া আছে কিনা সে বিষয়ে পরীক্ষা করা হয়। চেকিং চলাকালিন সময়ে ওই পথ দিয়ে মোটর সাইকেল চালিয়ে জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলো। এসময় পুলিশ সদস্যরা তার মোটর সাইকেলের গতিরোধ করে কাগজ পত্র প্রদর্শন করতে বললে তিনি তা দেখাতে পারেনি এবং তার মাথায় হেলমেট ছিলো না। এ সময় ট্রাফিক পুলিশ তার হেলমেট না পড়ার বিষয়ে তার বিরুদ্ধে যানবাহন নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ক্রিকেটার তাইজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে সঙ্গে তিনা বলেন, সন্ধ্যার আগে তিনি মোটর সাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়ে গ্রামের দিকে বেড়াতে যান। পথে নলডাঙ্গা বাজারে পৌছালে পুলিশের চেকিং দেখতে পান। এ সময় পুলিশ সদস্যরা তার গতিরোধ করে কাগজ পত্র দেখতে চায়। তার কাছে উপস্থিত
মোটর সাইকেলের কাগজপত্র তার কাছে না থাকা ও মাথায় হেলমেট না পড়ার অভিযোগে
পুলিশ তাকে মামলা দেয়।