ডেস্ক নিউজ
করোনাভাইরাসে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উদ্যোগে রোববার থেকে কুমিল্লার ৩ সরকারি হাসপাতালে দুটি করে নিবিড় পরিচর্যা কেন্দ (আইসিইউ) চালু করা হয়েছে। দেওয়া হয়েছে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম। এগুলো হলো জেলার সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লালমাই উপজেলার বাগমারা হাসপাতাল। সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা গেছে, লালমাইয়ের বাগমারা হাসপাতালে দুটি আইসিইউ, দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা, তিনটি অক্সিজেন কনসেন্ট্রেটর, একটি বাইপেপ ও একটি সিপেপ ভেন্টিলেটর, ১২টি সিলিন্ডার সম্বলিত সেন্ট্রাল অক্সিজেন, ইসিজি ও এক্সরে মেশিন, ১০টি অত্যাধুনিক প্যাশেন্ট মনিটর, একটি অটোক্লেভ মেশিন, একটি লেরিঙ্গোস্কোপ মেশিন, দুটি বৈদ্যুতিক সাকার মেশিন ও ১০টি স্পেশাল শয্যা স্থাপন করা হয়েছে। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে ১২ শয্যার আইসোলেশন ইউনিট। সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে আইসিইউ স্থাপনসহ প্রায় একই চিকিৎসা সরঞ্জামাদি দেওয়া হয়েছে।
সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, কুমিল্লা-১০ আসনের ৩ হাসপাতালে অর্থমন্ত্রীর এ উদ্যোগের ফলে রোগীরা নিজ নিজ উপজেলা হাসপাতালে সেবা নিতে পারবেন।