নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগরের বোদা উপজেলা বিএনপি নেতা আব্দুর রশীদ আরেফিন পুলিশের গুলিতে মারা যাওয়ায় নাটোরে গায়েবানা জানাযা করেছে জেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মিরা। আজ রবিবার বাদ জোহর পরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ নেতা কর্মিরা। জানাযা শেষে দুলু বলেন, আব্দুর রশীদ আরেফিন ছিলেন বিএনপির একজন আদর্শের সৈনিক। সে সবসময় রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়েছেন। জিয়ার আদর্শের সেই সৈনিককে পুলিশ গুলি করে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের শাস্তির দাবী করছি। এভাবে আমাদের নেতা কর্মিদের গুলি করে হত্যা করে কোন ভাবেই আন্দোলন দমিয়ে রাখতে পারবেনা বর্তমান সরকার। এই সরকারকে পদত্যাগ করিয়ে তত্বাবধায়ক সরকার গঠন করিয়ে তারা ঘরে ফিরবে।