নাটোরে সাংবাদিক সম্মেলনে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক কমিটি কতৃক সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে মিথ্যা , বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য শফিউল আযম স্বপন। লিখিত বক্তব্যে বলা হয় গত ২৩ বছর ধরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি কোন সাংগঠনিক কাজ করতে পারেনি। এ অবস্থায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বার বার নতুন কমিটি গঠনের তাগাদা দেওয়া সত্বেও আহবায়ক কমিটি তা করতে ব্যর্থ হয় । এ অবস্থায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি চলতি বছরের ২৯ মে নাটোর জেলার ওই আহবায়ক কমিটি বিলুপ্ত করে দেয়। পরে বিভিন্ন ভাবে তদন্ত শেষে এবং যাচাই বাছাই অন্তে স্থানীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিক্রমেই কেন্দ্রীয় কমিটি চলতি বছরের ২০ জুলাই কেন্দ্রীয় কমিটি সাবেক ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ ডলারকে সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি কমিটি গঠন করে দেয়। কেন্দ্রীয় কমিটি কতৃক গঠিত সেই গঠনতান্ত্রিক ভাবে গঠিত কমিটিকে গতকাল শনিবার সম্প্রতি বিলুপ্ত আহবায়ক কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক সংবাদ সম্মেলন করে অবৈধ ও অগঠনতান্ত্রিক আখ্যায়িত করে নানা মিথ্যা অপবাদ দিয়ে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলসহ কেন্দ্রীয় কমিটির এবং জেলা নেতৃবৃন্দের নামে নানা অপবাদ দিয়ে তাদের সুনাম ক্ষুন্ন করেছেন। তারা বলেন নাটোর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের প্রত্যক্ষ মদদে এহেন অযৌক্তিক সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা এহেন কার্যকলাপের নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে নব গঠিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গতকাল শনিবার শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে সম্প্রতি বিলুপ্ত আহবায়ক কমিটি এক সংবাদ সম্মেলন ডেকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি কতৃক ২১ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটিকে অগণতান্ত্রিক অবৈধ আখ্যায়িত করে তা বাতিল ও সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার আহবান জানান। ওই সংবাদ সম্মেলনে বলা হয়২০১৪ সালে শফিকুল ইসলাম শিমুল জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর জেলা স্বেচ্ছাসেবক লীগকে সাথে নিয়ে বাংলা ভাইয়ের গডফাদার হিসেবে পরিচিত রুহুল কুদ্দুস তালুকদারকে প্রতিহত করেন। সে কারণে অনেকের চক্ষুশুল হয়ে পড়েছে। নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলসহ যাদের পারিবরিক ইতিহাস মুক্তিযুদ্ধের বিপক্ষে তাদেরকে সাথে নিয়ে রুহুল কুদ্দুস দুলুকে পুনঃ প্রতিষ্ঠা করতে একটি সুদুরপ্রসারি পরিকল্পনা গ্রহণ করে। তথাকথিত এসব নেতারাই সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে বিতর্কিত করতে দুলুর অর্থে এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ছত্রছায়ায় ফেসবুক স্টাটাস দিয়েছে। এইসব বিশ্বাসঘাতক নেতারাই তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে দুলুর সহায়তায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের ভুল বুঝিয়ে কোনকিছুর বিনিময়ে অবৈধভাবে বিতর্কিত জেলা স্বেচ্ছাসেবক লীগের তথাকথিত ভঙ্গুর একটি কমিটি অনুমোদন করিয়ে নেয়।