নিজস্ব প্রতিবেদক:
চলমান কোটা সংস্কারের এক দাবী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলণ। আজ বুধবার বিকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড স্যাপার কলেজের শিক্ষার্থীরা এই কর্মসুচি পালন করে। বিকেলে দয়রামপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দয়রামপুর বাজারে ফিরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, সাধারন শিক্ষার্থীদের শান্তি পূর্ন আন্দোলনে অবৈধ্য ভাবে ছাত্রলীগ হামলা চালিয়ে আহত করেছে। এই শার্ন্তিপুর্ন আন্দোলনে ৬ জন নিহত হয়েছে। হত্যা ও হামলার সুষ্ঠু বিচার এবং আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।