ডেস্ক নিউজ
করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহজে কম মুনাফায় ঋণ নিতে ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে ৪০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের দুই বছর মেয়াদি ঋণ দেওয়া হবে। শরিয়াভিত্তিতে তহবিলটি পরিচালিত হবে। এ তহবিল থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ঋণ দেওয়া হবে। এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, আইডিবি ৪ কোটি ৭০ লাখ ডলারের ঋণ দিয়েছে সরকারকে। ওই ঋণের তহবিলটি পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক। করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে এ তহবিল থেকে কম সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়া হবে। ঋণ নেওয়ার পর বছর শেষে মুনাফার হার নির্ধারিত হবে।