নিজস্ব প্রতিবেদক:
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলাপরিষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরুহয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে উপজেলার ৫৩টিকেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবেবিকেল ৫ টা পর্যন্ত। ভোট গ্রহণের শুরুতে কেন্দ্রে ভোটারদেরউপস্থিতি ছিল কম। এদিকে নির্বাচন সুষ্ঠু ওশান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছেপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ইউনিয়নে একজনম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একটি করে মোবাইল কোর্টথাকবে। সেই সঙ্গে সমগ্র উপজেলার জন্য একজনজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক মাঠে থাকবে। এইউপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৩ জন, ভাইসচেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নলডাঙ্গা উপজেলায়মোট ১লাখ ৩ হাজার ৪শ’ ৭৪ জন ভোটার তাদেরভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার৫১হাজার ৮শ’ ৫৩ জন এবং মহিলা ৫১ হাজার ৬শ’ ২১ জন।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৪ প্লাটুন বিজিবিসদস্য, পুলিশ, র্যাব ও আনসার সহ সাদা পোষাকের আইন-শৃ্খংলা বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে।