নাটোর প্রতিনিধি: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬ বছরের পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে দলের নবীন ও প্রবীন ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবী জানানো হয়। এ সময় সভায় উত্তেজনা ও হট্ট্রগোল শুরু হলে স্থানীয় সংসদ সদস্য ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। এরপর আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন অডিও বার্তায় নতুন কমিটি গঠনের নির্দেশনা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর-১ আসনের ( লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান।
অডিও বার্তায় আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে আসার পর থেকে অদ্যাবধি দলের জন্যে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন, এমন সক্রিয় ব্যক্তিদের কমিটি গঠনে অগ্রাধিকার দিতে হবে। গুরুত্ব দিতে হবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ব্যক্তিদের সন্তানদের। এক্ষেত্রে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হওয়া ছাড়াও কোনভাবে মাদক সম্পৃক্ততা থাকা চলবে না। নেতৃবৃন্দকে ইউনিয়নে উপস্থিত হয়ে কমিটি গঠন করতে হবে।