নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের খলিলুর রহমান সভাপতি ও সোহরাব হোসেনকে সাধারন সম্পাদক পদে পূনরায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।রবিবার উপজেলার খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।খাজুরা দাখিল মাদ্রসা মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সম্মেলনে অন্যন্যাদের মধ্যে আরোও বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সম্পাদক মোর্ত্তুজাবাবলু ,সাংগঠনিক সম্পাদক মালেক শেখ , নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফকরুদ্দিন ফুটু প্রমুখ। এর আগেজাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন সাংসদ শফিকুল ইসলাম শিমুল।