ডেস্ক নিউজ
খুলনায় ৯০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন-বরাতিয়া গ্রামের শেখ মোহম্মদ আলীর ছেলে শামীম আক্তার ওরফে রাজু (২৫) ও নোয়াকাটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোল্যা এজাজ আহম্মেদ (২৭) ।
জানা যায়, সোমবার রাতে এসআই অর্জুন কুমার দাসের নেতৃত্বে একটি টিম ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তারা শামীম আক্তার ওরফে রাজু ও মোল্যা এজাজ আহম্মেদকে ৯০ গ্রাম গাঁজাসহ আটক করে।