নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন দলের নেতা কর্মিদের শান্ত থাকার জন্য। আওয়ামী লীগ ১৬ বছর লুটপাট করেছে,বাড়ী দখল করেছে,জমি দখল করেছে,পুকুর দখল করেছে,টেন্ডারবাজী করেছে, মানুষকে ব্যাবসা করতে দেয় নাই,মানুষ জিম্মি হয়েছিল, গত ৫ আগষ্টের পর থেকে মানুষ মুক্ত হয়েছে। নাটোরের মাটিতে যেটা আওয়ামী লীগ করেছে, যা শেখ হাসিনা করেছে, এধরনের দাঙ্গাবাজী,চাঁদাবাজী,মাস্তানী,দখলবাজী,পুকুর দখল, বাড়ী দখল কোনটাই হতে দেওয়া হবেনা। তিনি আজ বুধবার বেলা ১২ টার দিকে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাসেল আহমেদ রনি, প্রচার সম্পাদক জুয়েল রানা সহ দলীয় নেতা কর্মিরা। এর আগে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়েে সামনে ফিরে গিয়ে শেষ হয়।