নাটোরের গুরুদাসপুরের একটি ভুট্টা ক্ষেত থেকে মহিবুল্লাহ নামে ৬ বছরের এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার সাবগাড়ী রাবার ড্যাম এলাকার ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহিবুল্লাহ সিংড়া উপজেলার মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক ইসাহাক আলীর ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও স্থানীয়রা জানান, মহিবুল্লাহ কয়েকদিন আগে তার মায়ের সাথে নানা বাড়ী গুরুদাসপুরের সাবগাড়ীতে বেড়াতে আসে। আজ বৃহস্পতিবার বিকেলে তার মায়ের মোবাইল ফোন নিয়ে কাটুন দেখতে দেখতে বাড়ীর বাহিরে বের হয়ে যায়। পরে অনেক সময় সে বাড়ীতে ফিরে না আসলে তাকে খোঁজাখুজি শুরু হয়। অনেক খুজেও মহিবুল্লাহর কোন সন্ধ্যান পাওয়া যায়নি। পরে রাত ৯টার দিকে বাড়ীর অদুরে একটি ভুট্টার ক্ষেতের ভিতরে বস্তাবন্দি গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তার হাতের মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে তাকে হত্যা করে মরদেহটি ফেলে গেছে হত্যাকারী। ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।