করোনার এই দূর্যোগকালীন সময়ে নাটোরের গুরুদাসপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষকদের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শত শিক্ষার্থীদের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। উপহার সামগ্রীর প্যাকেটে রয়েছে আটা,সেমাই দুধ,চিনি ও লাচ্ছা সেমাই। শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসানসহ ম্যানেজিং কমির্টির অন্যান্য সদস্য ছাড়াও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকগণ।