নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০১৮-১৯ অর্থ বছরের বরাদ্ধকৃত শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও ব্যাটারী চালিত ভ্যান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতরণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্ত্ তমাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সব সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ প্রমুখ। পরে প্রধান অতিথি নিজ হাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের হাতে শিক্ষা বৃত্তিসহ শিক্ষার যাবতীয় উপকরণ ও ব্যাটারী চালিত ভ্যানের চাবি তুলে দেন।