আসন্ন ঈদ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে জমি বন্ধকের টাকায় করোনায় কর্মহীন পাঁচ শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ধারাবারিষা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে রাজশাহী বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি আহাম্মদ আলী মোল্লা এই উপহার সামগ্রী বিতরণ করেন। আহাম্মদ আলী মোল্লা বলেন, করোনা ভাইরাস রোধে সরকার সারাদেশ লকডাউন ঘোষনা করেছে। এতে করে সমাজের অসহায় দুঃস্থ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকার সেই সকল কর্মহীন মানুষকে নিয়মিত সহযোগীতা করে আসছেন।
এরপরও সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তবান মানুষের দুঃস্থদের সহযোগীতায় এগিয়ে আসা উচিৎ। এই অহসায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগীতার করার জন্য তিনি তার জমি বন্দক রেখে সেই টাকা দিয়ে অসহায় মানুষের জন্য কিছু ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু করেছেন। তার সাধ্যমত তিনি সহযোগীতা করে যাবেন। তিনি এই দূর্যোগ মুহুত্বে সকলকে ঘরে থাকার জন্য আহব্বান জানান। বিতরণকালে তার সাথে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।