করোনার ভয় উপেক্ষা করে নাটোরের গুরুদাসপুরের চলনবিল অধ্যষিত অঞ্চলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বোরো ধান কাটা শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিলষা মাঠে কাজ করা তিন শাতাধিক শ্রমিকদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণকালে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ কৃষকদের মাঝে করোনা ভাইরাস রোধে সকলকে মাক্স পরিধান সহ স্বাস্থ্য সচেতনতামুলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন , সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল। উপহার সামগ্রীর মধ্যে ছিলো, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাবার স্যালাইন ও শুকনা খাবার।