নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পারিবারিক কলোহের জেরে দেড় বছর বয়সী যমজ দুই শিশু নাতী নাঈম ও নাফিসকে হত্যা চেষ্টার অভিযোগ আপন দাদার বিরুদ্ধে। আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলকাঠোর গ্রামে এই ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় শিশু নাঈম ও নাফিসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশু দুইটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে। নাঈম ও নাফিস বিলকাঠোর গ্রামের সাকিব হোসেনের জমজ সন্তান।
শিশুদের বাবা সাকিব হোসেন জানান, তার মা মারা যাওয়ার পর তার বাবা হাসিনুর রহমান দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই সৎ মা পরিবারে অশান্তি সৃষ্টি করেন। এ নিয়ে বিভিন্ন সময়ে সৎ মা ও বাবার সাথে তার ঝগড়া বিবাদ শুরু হয়। এভাবে কিছু দিন চলার পর সৎ মা ও বাবা তার জমজ দুই সন্তান সহ স্ত্রীকে নিয়ে বাড়ী থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু তারা বাড়ী থেকে বের না হওয়ায় মাঝে মাঝেই তার দেড় বছর বয়সী জমজ দুই সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দিতেন। আজ সোমবার নাঈম ও নাফিস তাদের বাড়ীর উঠোনে খেলা করছিল। এ সময় শিশুদের দাদা হাসিনুর রহমান বালতিতে করে বিষ মিশিয়ে তাদের সামনে রেখে দিয়ে চলে যায়। পরে শিশুরা খেলার ছলে সেই বালতিতে মুখ দিলে তারা কান্না ও বমি করতে শুরু করে। ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত শিশুদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ বিষয়ে অভিযুক্ত হাসিনুর রহমানের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া না যাওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনারুজ্জামান জানান, এমন কোন অভিযোগ কেউ করেনি। তবে তিনি লোকমুখে শুনে শিশুদের খোঁজ খবর নিয়েছেন। বর্তমানে শিশুরা সুস্থ্য রয়েছে। তবুও শিশুদের আগামী ২৪ ঘন্টার অবজারভেশনে রেখেছে চিকিৎসকরা।