নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাই মিঠু মন্ডলের পা কেটে নিলো ফুফাতো ভাই বাবু মন্ডল ও তার সহযোগীরা। আজ রাত ৯টার দিকে উপজেলার উপজেলার খুবজিপুর ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনাটি ঘটে। আহত মিঠুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহত মিঠু মন্ডল খুবজিপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও এলাকাবাসী জানায়, উপজেলার খুবজিপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মিঠু মন্ডলের সাথে যগিন্দ্রনগর গ্রামের জালাল মন্ডলের ছেলে তার ফুফাতো ভাই বাবু মন্ডলের পারিবারিক বিরোধ চলে আসছিল। আজ রাতে মিঠু মন্ডল বাড়ী থেকে বের হয়ে খুবজিপুর বাজারে যাওয়ার পথে বাবু মন্ডল ,রকি ,শফি ও আরিফসহ তার অন্যান্য সহযোগীরা তার পথরোধ করে। এ সময় মিঠু পালানোর চেষ্টা করলে বাবু সহ আরো কয়েকজন তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে মিঠুর বাম পা কেটে বিচ্ছিন্ন করে দেয়।
এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ঘটনার পর থেকে বাবু মন্ডল সহ তার সহযোগীরা পলতক রয়েছে।