নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পুকুর খননের মাটিবাহী একটি ট্রাক্টরের চাপায় বাদল প্রামাণিক নামে অপর এক ট্রাক্টরের চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গুরুদাসপুরের মশিন্দা চরপাড়ার টেওশাগারী বিলে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাদল প্রামানিক নাটোরের সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট মহল্লার গোলবর প্রামাণিকের ছেলে। পরে রাত সাড়ে ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন ও স্থানীয়রা জানান, উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চরপাড়া গ্রামের টেওশাগাড়ি বিলের প্রায় ২০ বিঘা জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন ওই এলাকার আব্দুল লতিফ ও আবুল কালাম আজাদ। সেই পুকুর খননের মাটি একটি ইট ভাটায় নেওয়া হচ্ছিল। এ সময় খনন যন্ত্রের মাধ্যমে ট্রাক্টরে মাটি বোঝাই করার সময় বিপরিত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে ট্রাক্টরের চাপায় পৃষ্ট হয় বাদল। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বাদল প্রামানিক। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে কাউকে না পাওয়ায় মরদেহটি উদ্ধার সহ ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত কাজ শুরু করেছে।