নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে বিপাকে পড়া দরিদ্র এক কৃষক পরিবারে জন্ম নেয়া শারীরিক প্রতিবন্ধী সাত বছরের শিশু কন্যা আনিকাকে হুইল চেয়ার, শীতবস্ত্র ও খেলার সামগ্রী উপহার দিয়ে ৩০ তম জন্মদিন পালন করেছেন হাজেরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আমিরুল ইসলাম সাগর। সরকারী ভাতা কার্ড না পাওয়া নিজ সন্তানের ভাগ্যে এমন উপহার পেয়ে খুশি শিশু কন্যার বাবা আলমগীর হোসেন ও মা সিমা বেগম।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর সদরে অবস্থিত ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আনুষ্ঠানিকভাবে ওই বিশেষ উপহার দেন ডাঃ সাগর। এ সময় হাজেরা ক্লিনিকের সকল কর্মকর্তা কর্মচারী, শারীরিক প্রতিবন্ধী শিশু কন্যা আনিকার মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আবেগপ্লাত হয়ে প্রতিবন্ধীর মা সিমা বেগম বলেন,দারিদ্র কষাগাতে আমি মা হয়ে যেটা দিতে পারি নাই। আজ সেটা পূরণ করে দেখিয়ে দিয়েছেন আমার সন্তানতুল্য ডাঃ সাগর। তিনি একজন মানবতার ফেরিওয়ালা। আমি খুবই খুশি হয়েছি। আমি তার দীর্ঘায়ু কামনা করি।
ডাঃ আমিরুল ইসলাম সাগর বলেন, আজকে আমার ৩০ তম জন্মদিন ছিলো। মুলত আমি দীর্ঘদিন যাবৎ গরীব অসহায় হত দরিদ্র মানুষদের ছোট ছোট ইচ্ছে পূরণ করে আসছি। ইচ্ছে পূরণ টিমের সদস্যরা আনিকার বিষয়ে আমাকে জানায়। আনিকার মায়ের ইচ্ছে ছিলো শুধু একটি চেয়ার। তাদের ইচ্ছে পূরণ করতে চেয়ারের পাশাপাশি অনেক কিছু উপহার দেওয়া হয়েছে। এটি আমার ১২ তম ইচ্ছে পূরণ হলো। এর আগেও এমন অনেক অসহায় হত দরিদ্র মানুষের পাশে সার্বক্ষনিক সহযোগিতা প্রদান করেছি। আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।