নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে ভ্যান চুরির সন্দেহে পৌর যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছাবলু সরদারকে বাড়ী থেকে ডেকে নিয়ে পিটিয়ে যখম করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পৌর সদরের খামার নাচকৈড় মহল্লায় এই ঘটনা ঘটে। পরে আজ বুধবার আবুহান সরদার ও আইয়ুব সরদার নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী ছাবলু সরদারের স্ত্রী হেলেনা বেগম ও স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে রিদয় সরদার নামে স্থানীয় একজন তার দলবল নিয়ে তাদের বাড়ীতে গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করে। ধাক্কাধাক্কির এক পর্যায়ে তাদের ঘুম ভেঙ্গে গেলে তারা ঘরের দরজা খুলে দিলে সন্ত্রাসীরা তার স্বামীকে ভ্যান চুরির কথা বলে মারধর করতে করতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে আবুহানের বাড়ীতে। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে তারা। পরে তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ছাবুল সরদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন ছাবুল সরদার।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম সতত্যা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত ছাবলু সরদারের স্ত্রী হেলেনা বেগম বাদী হয়ে আবুহান সরদার,জামাল সরদার, নায়েব সরদার, আয়ুব সরদারসহ ৬ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরর পর পুলিশ আবুহান সরদার ও আইয়ুব সরদারকে গ্রেফতার করে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।