লিচুর নিরাপদ উৎপাদন, আহরণ ও বাজারজাতকরণের লক্ষ্যে লিচু ভান্ডার খ্যাত নাটোরের গুরুদাসপুরের লিচু বাগান পরিদর্শন করেছে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। পরে তিনি এলাকার লিচু চাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। আজ মঙ্গলবার দুপুরে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার লিচু বাগানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম সার্কেল এএসপি জামিল আকতার, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহমুদ-উন-নবী, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলামে লিচু আড়তদার সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, লিচু চাষী সুলতান আহমেদ। সভায় পুলিশ সুপার বলেন, হয়রানী ও চাঁদাবাজীমুক্ত পরিবেশে দেশের সকল এলাকায় লিচুর নির্বিঘ্ন পরিবহন নিশ্চিত করতে পুলিশ সব রকমের পদক্ষেপ গ্রহন করবে। লিচুর উৎপাদক ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে লিচুর বিক্রির মৌসুমে আড়ৎ এলাকায় একটি পুলিশ ক্যাম্প থাকবে। কাজ করবে সাদা পোষাকের পুলিশ ও বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, লিচু ভান্ডার খ্যাত নাটোরের গুরুদাসপুরে প্রায় সাড়ে ছয়শ হেক্টর জমির অন্তত চার হাজার লিচু বাগান থেকে আগামী ২১ মে থেকে লিচু আহরণ কার্যক্রম শুরু হবে। প্রায় তিন সপ্তাহ ব্যাপী স্থানীয় লিচুর আড়তে প্রতিদিন শতাধিক ট্রাকে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। এই আড়তের বাৎসরিক ব্যবসায়ের আর্থিক মূল্যমান শত কোটি টাকারও অধিক।