নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরের আত্রাই নদীতে সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে ইমান আলী নামে নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নে যোগেন্দ্রনগর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরে আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে একই উপজেলার খুবজীপুর খাল থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। নিহত ইমান আলী চাঁচকৈড় শাহপাড়ার মৃত খয়ের মোল্লার ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও নিহতের পরিবারের সদস্যরা জানান, ইমান আলী বাড়ী থেকে বের হয়ে পাশ্ববর্তি মহল্লায় শ্বশুড়বাড়ী যাওয়ার জন্য পায়ে হেটে রওনা হয়। পথে আত্রাইয়ের শাখা নদী পার হওয়ার জন্য কোন নৌকা না পেয়ে এক হাতে ব্যাগ নিয়ে সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় নদীর স্রোতে ইমান আলী ডুবে যান। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে তাকে উদ্ধারেরর চেষ্টা চালায়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহযোগীতায় উদ্ধার কাজ শুরু করেন এবং রাজশাহীর ডুবুরী দলকে খবর দেয়। রাজশাহীর ডুবুরী ইউনিট এসে অভিযান শুরু করে এবং শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করে।