নাটোরের গুরুদাসপুরে কর্মরত সাংবাদিকদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষার্থে সুরক্ষা সামগ্রী হিসেবে মাক্স, হ্যান্ডগ্লাভস ও সেনিটাইজার উপহার দিলেন থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম। তিনি তার নিজস্ব তহবিল থেকে এসব সামগ্রী উপহার হিসেবে দেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় সাংবাদিকদের থানায় আমন্ত্রন করে নিজ হাতে এগুলো তুলে দেন ওসি মোজাহারুল ইসলাম। এ সময় করোনার বিস্তার ঠেকাতে ও গুরুদাসপুরের জনগণের মাঝে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়।
এরপর করোনা ভাইরাসের সংক্রমণ থেকে উপস্থিত সাংবাদিকদের সুরক্ষার জন্য উপহার হিসেবে ২টি করে মাক্স, একটি করে হ্যান্ডগ্লাভস ও সেনিটাইজার উপকরণ প্রদান করেন তিনি।এ সময় স্থানীয় সিনিয়র সাংবাদিক অধ্যাপক আতাহার হোসেন, আবুল কালাম আজাদ, এম এম আলী আক্কাছ ছাড়াও প্রভাষক মাজেম আলী, আখলাকুজ্জামান, শাকিল আহমেদ, বাবুল হোসেনসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কমপক্ষে ২০জন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।ওসি মোজাহারুল ইসলাম বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। দেশে করোনা ভাইরাস মোকাবেলায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গুরুদাসপুরের যেসকল সাংবাদিকবৃন্দ সবসময় মাঠে কর্মরত আছেন শুধু তাদেরকেই করোনা সংক্রমণ থেকে রক্ষার্থে আমার পক্ষ থেকে এই উপহার।