নাটোরের গুরুদাসপুর থানায় স্বরাষ্ট্র মন্ত্রালয়েরর বরাদ্দকৃত নতুন পুলিশ পিকআপ গাড়ীর চাবি হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই গাড়ির চাবি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। তিনি ওই নতুন পুলিশ পিক আপ গাড়ীর চাবি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলামের নিকট হস্তান্তর করেন। এসময় গুরুদাসপুর থানার পুলিশ কর্মকর্তা ও সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য বলেন, পুলিশ জনগনের বন্ধু। বিভিন্ন সময় জরুরী প্রয়োজনে দ্রুত উপজেলার বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য এই পিক আপ তাদের সময় বাঁচাবে। তিনি পুলিশ সদস্যদের প্রতি নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান।