নাটোরের গুরুদাসপুর থেকে ১৮১ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৫। আজ সোমবার সন্ধ্যায় গুরুদাসপুরের খাকড়াদহ ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুগাড়ী গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে রাসেল ফকির ও গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ মন্ডলপাড়ার আব্দুর রউফের ছেলে রিয়াজ উদ্দিন।
র্যাব-৫, সিপিসি ২ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ ফকিরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় রাজশাহীর একটি অপারেশন দল। অভিযানকালে ঘটনাস্থলের দুই যুবককে সন্দেহ হলে তাদের শরীর তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮১ পিস
ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।