নাটোরের গুরুদাসপুর-বড়াইগ্রাম সিমান্তের পাট ক্ষেত থেকে মোবারক প্রামানিক নামে এক ব্যক্তির হাত বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার ইকড়ি গ্রামের পাট ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর থানা পুলিশে। পরে ঘটনাস্থল বড়াইগ্রাম সিমানায় হওয়ায় বড়াইগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয় মরদেহটি। নিহত মোবারক প্রামানিক ইকড়ি গ্রামের খয়ের উদ্দিন প্রামানিকের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ও এলাকাবাসী জানান, মোবারক প্রামানিক বিকেলে বাড়ী থেকে বের হয়ে পাশের বাজারে যায়। সন্ধ্যার দিকে বাজারের একটি চায়ের স্টল থেকে চা খেয়ে বাড়ীর দিকে রওনা দেয়। এর প্রায় এক ঘন্টা পর সন্ধ্যা ৭টার দিকে জিল্লুর রহমানের পাট ক্ষেতে হাত বাধা একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে প্রথমে গুরুদাসপুর পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ঘটনাস্থল বড়াইগ্রাম সিমানায় হওয়ায় মরদেহটি তাদের কাছে সোপর্দ করে তারা। বর্তমানে মরদেহটি বড়াইগ্রাম থানায় রয়েছে। সকালে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মোবারককে শ্বাষরোধ করে হত্যা করা হয়েছে যার পলে তার নাক ও কান দিয়ে রক্ত বের হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।