ডেস্ক নিউজ
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শুরু হলো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। সোমবার, নিউইয়র্কের নার্স- স্যান্ড্রা লিন্ডসে পান প্রথম টিকাটি।
কুইনসের ‘লং আইল্যান্ড জিউশ মেডিকেল সেন্টারের’ আইসিইউ বিভাগে তিনি কর্মরত। টিকাগ্রহণ শেষে এই সেবিকার প্রতিক্রিয়া- এ কর্মসূচির মাধ্যমেই যেনো কষ্টদায়ক সময়ের ইতি ঘটে। এদিকে, মেরিল্যান্ড থেকে প্রথমদিনই ‘ফাইজার-বায়োএনটেকের’ প্রতিষেধকটি গ্রহণ করেন ক্ষমতাসীন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার।
বর্তমানে, যুক্তরাষ্ট্রের দেড়শো’র মতো হাসপাতালে একযোগে চলছে টিকাদান। অগ্রাধিকারের ভিত্তিতে টিকাটি পাচ্ছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী এবং বয়োবৃদ্ধরা। প্রথম চালানে, ভ্যাকসিনটির ৩০ লাখ ডোজ পৌঁছানো হচ্ছে প্রত্যেক মার্কিন রাজ্যে। এপ্রিলের মধ্যেই ১০ কোটি মানুষকে এ কর্মসূচির আওতায় আনার প্রত্যাশা মার্কিন সরকারের।