উইগুর ইস্যুতে বেশ কয়েকটি মুসলিম দেশের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক কুনওয়ার খালদুন শহীদ।চীনে উইগুর মুসলিমদের ওপর অব্যাহত দমন-পীড়নের বিষয়ে নীরব থাকলেও সাম্প্রতিক ইস্যুতে ফ্রান্সের বিরুদ্ধে বেশ কয়েকটি মুসলিম দেশের অবস্থানকে ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
দ্য স্পেকটেক্টরে প্রকাশিত এক নিবন্ধে সাংবাদিক খালদুন বলেন, যখন উইগুরদের পক্ষে কথা বলা প্রয়োজন, তাদের ওপর দমন-পীড়নের ঘটনায় নিন্দা জানানোর পরিবর্তে সৌদি আরবের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ চীনের পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, সৌদি আরবের পরিবর্তে মুসলিম বিশ্বের নেতা হিসেবে আবির্ভূত হতে আগ্রহী তুরস্ক উইগুর নিপীড়নের বিষয়ে একইভাবে নীরব। উইগুরে ‘শ্রম শিবিরকে’ কোনো ইস্যুই মনে করে না পাকিস্তান।
চীনের উইগুর ইস্যুতে মুসলিম বিশ্বের নীরবতা তাকে ব্যাথিত করেছে।