চীনের পশ্চিমাঞ্চলের জিনজিয়াংয়ের জাতিগত সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর নানা ধরনের নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছেন বিপুলসংখ্যক আলেম, মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ জনতা। একই দাবিতে গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ায় বিপুলসংখ্যক মাদরাসার শিক্ষার্থী, আলেম ও জনতার সমাবেশ অনুষ্ঠিত হয় উইঘুর মুসলিম সমর্থক অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে।
একই দাবিতে গতকাল একটি সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় এক হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশ থেকে চীনের উইঘুর মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দাবি করা হয়। এতে উইঘুর মুসলিমদের পাশে দাঁড়াতে চীনা দূতাবাসে বিষয়টি উত্থাপন করতে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানানো হয়। এ সময় চীনের উইঘুরদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানারে চীনের উইঘুর মুসলিমদের ওপর পরিচালিত বিভিন্ন নির্যাতন তুলে ধরা হয়। জুমার নামাজের পর একটি মিছিল ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।