ডেস্ক নিউজ
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বাংলাদেশ এবং চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শি জিনপিং বলেন, যারা কুয়া খনন করল, পানি পানের সময় তাদের ভুলে যেও না।
বুধবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এর উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট।