নিজস্ব প্রতিবেদক:
চ্যানেল-২৪ এর স্টাফ রিপোর্টার নাটোরের দেবাশীষ কুমার সরকারের পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু সরকার (৭৫) বার্ধক্যজনিত রোগে মৃত্যু বরণ করেছেন ( দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। গতকাল শুক্রবার রাত ৮-১০ মিনিটে শহরের উত্তর পটুয়াপড়াস্থ তার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, দুই ছেলে, পুত্রবধু ও নাতিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাটোরের কাশিমপুর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হয়। খবর পেয়ে নাটোরে কর্মরত সকল গণমাধ্যম কর্মিরা রাতেই তার বাড়িতে গিয়ে সাংবাদিক দেবাশীষ সরকার ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।