নিজস্ব প্রতিবেদক:
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই পৃথিবী জন্মের পরে যত দিন যতবার যত স্বৈরাশাষকের উৎখাত হয়েছে জনগনের আন্দোলনের মাধ্যমে। জনগন আন্দোলন করে যাদেরকে ক্ষমতাচ্যুত করেছে তারা কেউ আর ক্ষমতায় আসতে পারেনি। এটা পৃথিবীর ইতিহাস। যারা জনগনের আন্দোলনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় তারা পৃথিবীর কোন রাষ্ট্রে কেউ কখনো ফিরে আসতে পারে নাই। তাই তিনি আওয়ামী লীগের সবাইকে বলতে চান এখনো সময় আছে ইহকালও চলে যাবে পরকালও চলে যাবে আপনারা দয়া করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি আরো বলেন আপনাদের নেত্রী আল্লাহকে বিশ্বাস করেনা ভরসাও করেনা। তিনি বিশ্বাস করেন শুধু মোদিকে। তিনি আজ শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়ন বিএনপির আয়োজনে পন্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এক বিজয় সমাবেশে এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে বিজয় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহব্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সুপ্রিম কোর্টের আইনজীবি ও দুলুর মেয়ে ব্যারিষ্টার তাসনুভা তাবাসসুম রাত্রী সহ জেলা ও উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।