নাটোরের লালপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আনছার আলীর লাঠির আঘাতে বড় ভাই জান আলীর মৃত্যু হয়েছে। নিহত জান আলী উপজেলার আটটিকা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। আজ শুক্রবার দুপুরে আটটিকা গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আনছার আলী ও তার তিন ছেলেকে আটক করেছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ও স্থানীয়রা জানান, আনছার আলী ও তার বড় ভাই জান আলীর সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছিল। এনিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হতেই থাকতো। এরই জের ধরে আজ শুক্রবার দুপুরে দুই ভাইয়ের ঝগড়া শুরু হয়। ঝগড়ার এই পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ছোট আনছার আলী ও তার ছেলেরা ঘটনাস্থলে গিয়ে জান আলীকে মারধর করে। মারধরেই এক পর্যায়ে আনছার আলী লাঠি দিয়ে পিটিয়ে তার বড় ভাই জান আলীকে জখম করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে জান আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আনছার আলী ও তার তিন ছেলে মতিউর রহমান, আশিক হোসেন ও মামুন আলীকে আটক করে থানায় নিয়ে যায়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।