সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে নাটোরের শ্রী শ্রী জয়কালী মাতার মন্দির প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর- ২ (সদর-নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,পৌর মেয়র উমা চৌধুরী জলি,জয়কালি মাতার মন্দিরের সভাপতি খগেন্দ্র নাথ সাহা।
জেলা প্রশাসনের সহযোগিতায় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তিকে দমন করে সত্য ও সুন্দর প্রতিষ্ঠা করতে আবির্ভাব ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণের। তাঁর আবির্ভাব বিশ্বের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। নির্যাতিত–নিপীড়িত মানুষকে রক্ষায় তিনি পরিত্রাতার ভূমিকা পালন করেন, অন্ধকার সরিয়ে পৃথিবীকে আলোয় উদ্ভাসিত করেন। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রীয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ এজন্যই তিনি ভগবানের আসনে অধিষ্ঠিত।